চাঁদপুরে জাহাজ থেকে ৬ লাশ উদ্ধার

ঢাকা  সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাদশা ভূঁইয়া :  চাঁদপুরের মেঘনায় মালবাহী জাহাজ থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ডাকাতের হামলায় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

আজ ২৩ সোমবার ডিসেম্বর দুপুরে লাশের খবর পাওয়া যায়। বাংলাদেশে কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার জানিয়েছেন, ওই ছয়জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও ২ জনকে উদ্ধার করা হয়েছে।

ঢাকা  সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১.

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment