মতলব ঢাকিরগাঁওয়ে রাতের আধাঁরে সন্ত্রাসী হামলা ভাংচুর-লুটপাট

ঢাকা  সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্টাফ রিপোর্টার : রাতের আধাঁরে মতলব ঢাকিরগাঁওয়ে আওয়ামী স›ত্রাসীবাহীনির হামলা প্রবাসীর বসত ঘর ভাংচুর লুটপাট।

গতকাল ২২ ডিসেম্বর রোববার রাত ৮টার সময় চাঁদপুর জেলাধিন মতলব পৌরসভার ৬নং ওর্য়াড ঢাকিরগাঁও প্রধানীয়া বাড়িতে আওয়ামী যুবলীগের ওর্য়াড সভাপতি মহিন বেপারীর নেতৃত্বে প্রবাসী মোঃ মোরশেদ আলম মিন্টু প্রধানের বসত ঘরে প্রায় ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশিয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও র্স্বণালংকার লুটপাট করে বলে সংশ্লিষ্টি থানায় অভিযোগ করেন।

গতরাতে সৌদি প্রবাসী মোঃ মোরশেদ আলম মিন্টু প্রধানের স্ত্রী ফারজানা আক্তার বাদি হয়ে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি বলেন একই এলাকার সোলামান বেপারীর ছেলে যুবলীগ নেতা মহিনের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী রাতে আমার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আমার হাতে থাকা অ্যাড্রয়েড মোবাইল ফোন, গলায় থাকা স্বর্ণের চেইন নগদ অর্থ লুট করে নিয়ে যায।

এ ব্যাপারে স্থানীয় লোকজন এই প্রতিবেদককে বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদ সরকারের আমলে মহিন যুব লীগ নেতা হওয়ায় এবং মতলব পৌরসভার অৗবধ মেয়র আওলাদ হোসেন লিটনের ছত্র-ছায়ায় থেকে চাঁদাবাজি সন্ত্রাসী জমি দখল চুরি ছিন্তাইসহ এমন কোন কাজ নাই যে, সে (মহিন) করে নাই। আমরা এলাকাবাসী র্দীঘ বছর তার অত্যাচারে অতিষ্ঠি ছিলাম।

গত ৫ আগষ্ট শেখ হাসিনা পালানোর পর মহিন ও তার সাঙ্গপাঙ্গরা গা-ঢাকা দেয়। এখন পরি¯ি’তি কিছুটা শান্ত হওয়ায় মহিন আবারো সন্ত্রাসী চাঁদাবাজি জমি দখল ও লুট-পাটে নেমে গেছে। এলাকাবাসী আরো জানান মহিন র্দীঘ বছর যাবৎ প্রবাসী মিন্টুর কাছে চাঁদা দাবি করে আসছিলেন, তিনি (মিনটু) চাঁদা না দেয়ায় গত রাতে তার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে।
এমতাবস্থায় এলাকাবাসী জোর দাবি জানান দ্রুত আওয়ামী সন্ত্রাসী যুলীগ নেতা মহিন’কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

  • ঢাকা  সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment