ঢাকা বুধবার, ০৩ এপ্রিল ২০২৪, ২০ চৈত্র ১৪৩০
দৈনিক পূর্বাচল: খুলনা রূপসা উপজেলায় বেসরকারি একটি পাটকলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
আজ ৩ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপসার জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, বিকেলে পাটকলের বাইরে থেকে আগুনের কুণ্ডলী দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। একইসঙ্গে স্থানীয়ভাবেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলতে থাকে। তবে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।প্রথমে রূপসা ও পরে টুটপাড়া ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
আগুন ছড়িয়ে পড়লে খুলনার বিভিন্ন স্টেশন থেকে আরও সাতটি ইউনিট যোগ দেয়। এছাড়া নৌ বাহিনীর ফায়ার ইউনিটও যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঢাকা বুধবার, ০৩ এপ্রিল ২০২৪, ২০ চৈত্র ১৪৩০.