ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

দৈনিক পূর্বাচল রিপোর্ট : ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শতভাগ টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। বুধবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের অ্যাপস ও ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাচ্ছে। আজ দেওয়া হচ্ছে ২৪ জুনের টিকিট।
তবে টিকিট প্রত্যাশীদের অতিরিক্ত চাপে সার্ভার ডাউন হওয়া ঠেকাতে দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। দেশের পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে সকাল ৮টা থেকে। আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে বেলা ১২টা থেকে।

আগামীকাল বৃহস্পতিবার বিক্রি হবে ২৫ জুনের টিকিট। এরপর ১৬, ১৭ ও ১৮ জুন দেওয়া হবে পর্যায়ক্রমে ২৬, ২৭ ও ১৮ জুনের আগাম টিকিট।

এবারও স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে চারটি কাউন্টারে। ঈদযাত্রায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment