খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারি প্রাথমিক ফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। খুলনায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক এবং বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ।
এদিকে এই দুই সিটিতেই আওয়ামী লীগের প্রার্থীদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। খুলনায় ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আউয়াল এবং বরিশালে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।
সোমবার (১২ জুন) এই দুই সিটিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে ভোটগণনা ও ফল ঘোষণা।
খুলনায় মোট ভোটকেন্দ্র ২৮৯টি। এই শহরের এ পর্যন্ত ৮০টি কেন্দ্রের বেসরকারি ফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন ৩৮ হাজার ১৪৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ১০ হাজার ৬৫৫ ভোট। অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকে মো. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ৩ হাজার ৬৩১ ভোট, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন পেয়েছেন ১ হাজার ২০০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীকে এস এম শফিকুর রহমান পেয়েছেন ৩ হাজার ৫৭০ ভোট।
এদিকে বরিশাল সিটিতে মোট ভোটকেন্দ্র ১২৬টি। এর মধ্যে পাওয়া গেছে ১০৮টি কেন্দ্রের বেসরকারি ফল। এতে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ পেয়েছেন ৭৫ হাজার ৮৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৫৫১ ভোট।
এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি করপোরেশনের মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। মোট ২৮৯টি কেন্দ্রে ১ হাজার ৭৩২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে বরিশাল সিটিতে ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। মোট ভোটকেন্দ্র ১২৬টি। এখানে ওয়ার্ডের সংখ্যা ৩০ আর সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১০টি। কাউন্সিলর পদে প্রার্থী ১১৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৪২ জন।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন – আওয়ামী লীগের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবদুল আউয়াল, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান (মুশফিক)।
বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন – আবুল খায়ের আবদুল্লাহ (বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা), মো. কামরুল আহসান (স্বতন্ত্র, টেবিলঘড়ি), মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা), মো. আলী হোসেন হাওলাদার (স্বতন্ত্র, হরিণ), মিজানুর রহমান বাচ্চু (জাকের পার্টি, গোলাপ ফুল), মো. ইকবাল হোসেন (জাতীয় পার্টি, লাঙ্গল) এবং মো. আসাদুজ্জামান (স্বতন্ত্র, হাতি)।