মতলব সংবাদ দাতা : মতলব পৌরসভা ৬নং ওয়ার্ড যুব জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়েছে।
১৫ মার্চ শনিবার বিকাল ৫টায় ৬নং ওয়ার্ড ঢাকিরগাঁও স্থানীয় হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড এর ৬৬ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মতলব পৌরসভা যুব জামায়াতে ইসলামীর তত্ত্বাবধায়ক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এম ইদ্রিস খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান। প্রধান আলোচক হিসেবে পবিত্র কোরআন থেকে দারস্ পাঠ করেন মাওলানা মোঃ ইয়াসিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব পৌরসভা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসাইন।
এসময় ৬নং ওয়ার্ড যুব জামায়াতে ইসলামীর কমিটি ঘোষণা করেন, মতলব পৌরসভা যুব জামায়াতে ইসলামীর তত্ত্বাবধায়ক মোঃ জিয়াউর রহমান। ২০২৫- ২৬ সেশনে যারা দ্বায়িত্ব পালন করবেন- সভাপতি : মোঃ জসিমউদদীন বেপারী, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বকাউল, মোঃ নুরে আলম প্রধান, সাধারণ সম্পাদক – মোঃ মাসুদ প্রধান, যুগ্ম সম্পাদক – মোঃ শামীম ভূঁইয়া, মোঃ আরিফ হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক – মাজহারুল হক সোহান। অর্থ সম্পাদক – মোঃ রেহান উদ্দিন মৃধা, দপ্তর সম্পাদক – মোঃ ইমরান খান, সাহিত্য সম্পাদক – মোঃ ইব্রাহিম খান, পাঠাগার সম্পাদক – মোঃ আতিকুর রহমান প্রধান, প্রচার ও তথ্য সম্পাদক – মোঃ ইসমাইল শাকিল, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক -সাহেদ খান মোহন। কার্যকরী সদস্য মোনায়েম খান জুয়েল, রাশেদ, প্রধান, শফিকুল ইসলাম লিটন, নাঈম মৃধাসহ ৬৬ সদস্যের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
এসময় মতলব পৌরসভা যুব জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। পরে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আল্লাহর দরবারে তাদের আগামীর পথ চলা যাতে নির্বিঘ্নে হয় সেজন্য মহান রবের দরবারে দোয়া মুনাজাত ও ইফতার গ্রহনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
See insights and ads
পোস্টের প্রচার করুন · Boost post
All reactions:
You, Manob Raj, Ripon Sharkar and 45 others