মূল্যস্ফীতি সহনীয় হতে আরও তিন মাস: অর্থ উপদেষ্টা

মূল্যস্ফীতি কমানো বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সহনীয় মাত্রায় আসতে আরো তিন মাস সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশের অনেক ব্যাংকের অবস্থা নাজুক। বিশেষ তহবিলের মাধ্যমে সংকট কাটানো হচ্ছে। কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হলেও আসছে বাজেটে পুনর্মূল্যায়ন হতে পারে।

দেশের মূল্যস্ফীতি দুই অঙ্কের নিচে নামাতে সরকারের কোনো পদক্ষেপই কাজে আসছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসেও দেশের সার্বিক মূল্যস্ফীতি ১০ দশমিক ৮৯ শতাংশ আর খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ।

মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টাও স্বীকার করেন মূল্যস্ফীতি কমানো সরকারের বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, অনেকে দেশের অর্থনৈতিক অবস্থাকে শ্রীলঙ্কার সাথে তুলনা করলেও পরিস্থিতি একেবারেই ভিন্ন। দেশের ব্যাংকের অবস্থা ও পণ্যে ভ্যাট বাড়ানো নিয়েও।

তিনি জানান, রমজানে প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। আর বৈঠকে মসুর ডাল ও সার ক্রয়ের অনুমোদন দেয়া হয়।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment