টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ড. ইউনূস

ঢাকা  সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

দৈনিক র্পূবাচল : বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া এবং সেই তথ্য গোপন করার ঘটনায় মন্ত্রিত্ব হারাতে বসেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এরইমধ্যে তার পদত্যাগের দাবি জানিয়েছে ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি। আর এ ঘটনায় যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত ১১ জানুয়ারি শনিবার প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে, সেটির তদন্ত করা উচিত। যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি ‘ডাকাতির’ মাধ্যমে পেয়েছেন, তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেয়া উচিত।

সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ উঠে।

এদিকে টিউলিপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠায় তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন ব্রিটেনের বিরোধীদল।

ব্রিটেনের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে কনজারভেটিভ পার্টির (বিরোধী দল) নেতা কেমি ব্যাডেনোচ বলেন, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, টিউলিপের দুর্নীতি নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্যের পরই ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ এই মন্তব্য করেন।

টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি)। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। ঢাকা  সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১.

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment