ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
দৈনিক র্পূবাচল : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো কেএফটি কলজেট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪।
কেএফটি কলেজিয়েট স্কুল দেশ সেরা বিদ্যাপীঠ হবে। প্রত্যন্ত অঞ্চল মতলবে এমন একটি বিদ্যাপীঠ দেখে আমি অভিভূত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমি অনুরোধ জানাবো কেএফটি কলেজিয়েট স্কুলের পাশে যেন সার্বক্ষণিক তাদের সহযোগিতায় থাকে। কেএফটি কলজেট স্কুলে একাধিক ল্যাব প্রতিষ্ঠায় আইসিটি মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো। এমন একটি বিদ্যাপীঠে আমি আজকে উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।
তিনি আরো বলেন, এমন একটি সু-শৃংখল এবং আধুনিক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করায় কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাসকে অভিবাধন জানাচ্ছি এবং সে সাথে ধন্যবাদ জানাচ্ছি কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল কর্নেল (অবঃ) বাবর মোহাম্মদ সেলিমকে।
আজ ৪ জানুয়ারি শনিবার বেলা ১১ টায় চাঁদপুর জেলাধিন মতলব পৌরসভার ঢাকিরগাঁও এ অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদী।
বর্ণাঢ্য আয়োজনে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল কর্নেল (অবঃ) বাবর মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেএফটি কলেজিয়েট স্কুলের রেক্টর জাকির হোসেন কামাল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহম্মদ আমিনুল ইসলাম।
অনারম্বর এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন জুলহাস।
এ সময় অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব আফজাল হোসেন রিয়েল, চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ সালেহ আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আমন্ত্রীত অতিথিদের শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল কর্নেল (অবঃ) বাবর মোহাম্মদ সেলিম এবং কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন জুলহাস।
আগত অতিথিদের হাত থেকে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার গ্রহণ করেন, কেএফটি কলেজিয়েট স্কুলের বিভিন্ন ইভেন্টে জয়ী দল নেতা শিক্ষার্থীরা।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি পবিত্র কোরআন পাঠ ও গীতা পাঠের মাধ্যম শুভ সূচনা ঘটে।
এসময় অভিভাবক শিক্ষার্থীসহ সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১.