কেএফটি কলেজিয়েট স্কুলের বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪ জানুয়ারি

ঢাকা  শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১


স্টাফ রিপোর্টার : কেএফটি কলেজিয়েট স্কুল (হাজী আব্দুল কাদের মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্টে)
 বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল ৪ জানুয়ারি শনিবার বেলা ১১ টায় চাঁদপুর জেলাধিন মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড ঢাকিরগাঁও
 ”কেএফটি কলেজিয়েট স্কুল“ মাঠে র্বনাঢ্য আয়োজনের মধ্যমে অনুষ্ঠিত হবে বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪।

 অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব- মোঃ রেজাউল মাকসুদ জাহেদী, যুগ্ম সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব- 
মোঃ আমিনুল ইসলাম (এনডিসি), এবং চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন, 
কেএফটি-হাজী আব্দুল কাদের মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন (জুলহাশ)। 


উক্ত অনুষ্ঠানে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল কর্নেল (অবঃ) বাবর মোহাম্মদ সেলিম সকল 
অভিভাবক শিক্ষক শিক্ষার্থী ও সুভান্যুধায়ীদের উপস্থিত থাকার আমন্ত্রন জানিয়েছেন।

অনুষ্ঠানসূচী:

সকাল: ১১:০০ - ১১:১৫ - অতিথিদের শুভেচ্ছা।

১১:১৫ - ১১:২০ - অতিথিরা নিজ নিজ আসন গ্রহণ ।

১১:২০ - ১১:২৫ - পবিত্র কুরআন ও পবিত্র গীতা থেকে তেলাওয়াত।

১১:২৫ - ১২:১২:২৫ -পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

১২:২৫ - ১২:৩০ -অধ্যক্ষ’র ধন্যবাদ প্রদান।

১২: ৩০ - ১:৩০ - সুদীপ কোরের সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা  শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১.




About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment