ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
শাহিন ইসলাম ঝর্ণা : পূর্বাচলে গাজীপুরের কালীগঞ্জ অংশে ১৫নং সেক্টরের লেক থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে পূর্বাচলের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বাশাবাসী এলাকার লেকের ৫৬ নম্বর ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ২৪ থেকে ২৬ হতে পারে।
স্থানীয়দের বরাতে কালীগঞ্জের উলুখোলা ফাঁড়ির ইনচার্জ ফোরকান জানান, সকাল সাড়ে ৮টার দিকে পূর্বাচলের ১৫নং সেক্টরের লেকের পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা রূপগঞ্জের পূর্বাচল ফাঁড়ি ও কালীগঞ্জের উলুখোলা ফাঁড়িকে জানায়। খবর পেয়ে দুই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পরে ঘটনাস্থলটির কালীগঞ্জ অংশে পড়ায় উলুখোলা ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুই বা তিন দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১