- ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
দৈনিক পূর্বাচল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
৬ নভেম্বুবর বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান অনেক নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক।
ট্রাম্পের টুইট প্রসঙ্গে তিনি বলেন, এখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। আগে তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমরা মনে করি ট্রাম্প এখন সঠিক চিত্র দেখবেন।