ডেস্ক রিপোর্ট: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের (ডাব প্রতীক) নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা এ হামলা করেছেন বলে হিরো আলম অভিযোগ করেছেন।
হিরো আলম বলেন, বিকেলে ১৪-১৫ জন কর্মী-সমর্থক নিয়ে তিনি নন্দীগ্রামের মুরাদপুর বাজারে ডাব প্রতীকের প্রচারণা ও গণসংযোগ চালাতে যান। এ সময় নৌকার সমর্থকেরা হিরো আলমের প্রচারণায় বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডা হলে সাদেক নূর ও জাহিদ হাসানের নেতৃত্বে নৌকার সমর্থকেরা তাঁর ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় নৌকার সমর্থকেরা ডাব প্রতীকের একজন কর্মীর মুঠোফোন কেড়ে নেন। হিরো আলম দাবি করেন, হামলাকারীরা আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মী।