ডেস্ক রিপোর্ট: চিত্রনায়িকা মাহিয়া মাহি (শারমিন আক্তার নিপা) রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী। তাঁর প্রতীক ট্রাক। এই আসনে নৌকার প্রার্থী টানা তিনবারের সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর উপস্থিতিতে ডাবলু সরকার তাঁর বক্তব্যে বলেন, ‘আপনাদের এলাকার কৃতী সন্তান, যিনি আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, যিনি আপনাদের পথ দেখাচ্ছেন, সেই ওমর ফারুক চৌধুরীকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে নিয়ে মাঝেমধ্যেই ফেসবুক বা ইউটিউবে এসে ওই মহিলা বেফাঁস কথা বলছেন। আমার মনে হয়, আপনারা এখানে যাঁরা এসেছেন। কেউই বিউটি পারলার থেকে ১ হাজার, ২ হাজার, ৩ হাজার টাকা খরচ করে এই জনসভায় আসেননি। আর ওই ভদ্রমহিলা ইউটিউব বা ফেসবুকে আসার টাইমে দেখবেন, তাঁর চেহারায় কত হাজার টাকার মেকআপ আছে। যার নাম নাকি মাহিয়া মাহি।’
মাহিকে ‘অতিথি পাখি’ আখ্যা দিয়ে ডাবলু সরকার তাঁকে চলচ্চিত্র জগতে চলে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বাবা, তুমি তোমার চলচ্চিত্র জগতে চলে যাও। তুমি ওখানে অভিনয় করো।