বিশ্বকাপে বাদ পড়া নিয়ে মুখ খুললেন তামিম

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন আগামীকাল ২৮ সেপ্টেম্বর। সময় শেষ হওয়ার দুই দিন আগে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবচেয়ে বড় চমক তামিম ইকবালের জায়গা না পাওয়া। নির্বাচকদের ব্যাখ্যা— চোটের কারণে এ অভিজ্ঞ ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি।

গুঞ্জন আছে, তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না— এমন শর্ত দেওয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে, তামিম ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘যখন খেলা শেষ হলো আমি আমার অবস্থা বললাম ফিজিওকে যে আমি এমন অনুভব করছি। ঠিক ওই মুহূর্তে তিন নির্বাচক ড্রেসিংরুমে আসেন। একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই। আমি কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকে বলিনি যে পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারব না।’

তামিম এমন শর্ত না দিলেও, তার চোটের বিষয়টি নির্বাচকদের মাথায় রাখতে বলেছিলেন। বলেছিলেন তিনি হয়তো সব ম্যাচ খেলতে পারবেন না।

তামিমকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সেটি গ্রহণ করেননি তামিম। তিনি ওপেনিংয়েই খেলতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তাদের সঙ্গে মত পার্থক্য বজায় থাকায় স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তামিমকে।

তামিম বলেন, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললেন, ‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।’ আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকব। তো কী কারণে খেলব না? তখন বললেন, ‘আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’

‘আমার আসলে তিন কিংবা চারে ব্যাটিং করার অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবে কথাটি আমি ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ আমি বিষয়টি পছন্দ করিনি। আমার কাছে মনে হচ্ছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে, ইচ্ছে করে। এটা ঠিক হলো, ওকে, এখন নতুন আরেকটা জিনিস করি—এটা আমি অনুভব করেছি।’–যোগ করেন তামিম।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment