হলের ফ্যানের সঙ্গে ঝুলছিলো ঢামেক শিক্ষার্থীর লাশ

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডা. আলিম চৌধুরী ছাত্রী নিবাসে জয়াকুন্ড (২২) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি এমবিবিএস পঞ্চম বর্ষের কে-৭৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১৬ আগস্ট ) বেলা পৌনে ১১টায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢামেকের ডা. আলিম চৌধুরী ছাত্রী নিবাসের তৃতীয় তলার ৪৫ নম্বর রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে ছিলেন ওই শিক্ষার্থী। পরে সহপাঠীরা তাকে দেখতে পেয়ে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment