বাংলাদেশে কী হচ্ছে ভারত সবকিছু জানে: কৃষিমন্ত্রী

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ভারত ফেরত প্রতিনিধি দলের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের ভূমিকা কী থাকবে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ভারত পার্শ্ববর্তী দেশ। তাদের সঙ্গে আমাদের কানেকটিভিটি অনেক বেশি। বাংলাদেশে কী হচ্ছে তারা সবকিছু জানে। রাজনৈতিক অর্থনৈতিক কিছু বিষয়েও তারা জানে। তাদের আগ্রহ আছে। নির্বাচন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন, সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। এখানে ভারতের কিছু করার নেই। ভারত নির্বাচনে কী করবে? তাদের কিছু করার নেই। তাই তারা কোনো মন্তব্য করেনি।

বিএনপি প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, তারা বিদেশিদের উপর নির্ভর করে এখন দেখেছে যে কিছু নেই, পানিতে ডুবে যাবে। বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতি কার দ্বারা নিয়ন্ত্রিত হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment