তামিমের বিদায় মানতে পারছেন না সতীর্থরা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মাত্র তিন মাস আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত তিন বছর ধরে তামিমের অধীনে খেলছে বাংলাদেশের ওয়ানডে দল। ৩৪ বছর বয়সী এই ব্যাটারের অবসরের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না খোদ তারই সতীর্থরা।

অবশ্য টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন তামিম। খেলছিলেন ওয়ানডে ও টেস্ট। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের বিদায় মেনে নিতে পারছেন না সতীর্থরা।

মুস্তাফিজুর রহমান লিখেছেন, “খবরটি শুনে মর্মাহত হয়েছি। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি সবসময় আপনার দিক নির্দেশনা ও আমার কাঁধে আপনার সহায়ক হাত মিস করব, তামিম ইকবাল ভাই।”

লিটন দাস বলেন, “আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি। একসাথে অনেক স্মৃতি ছিল। বিশ্বাস করতে পারছি না আপনি আর বাংলাদেশের পক্ষে খেলবেন না। তোমাকে খুব মিস করব, ভাই। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা।”

মুমিনুল হক বলেন, “প্রিয় তামিম ভাই, আপনি সবসময়ই বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ। আপনার সব অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। একজন সতীর্থ হওয়া ছাড়াও আপনি একজন বড় ভাই হিসেবে সবসময়ই আমার পাশে ছিলেন। আপনার সাথে একসাথে কাটানো সমস্ত মজার মুহুর্ত মিস করব। আপনি আপন মহিমায় জ্বলতে থাকুন। আপনার জন্য শুভকামনা। ভালোবাসা চিরকাল।”

ইমরুল কায়েস বলেন, “এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই দুঃখজনক ও মর্মান্তিক। বন্ধু, আমি তোমাকে সম্মান করি তোমার ডেডিকেশনের জন্য। তোমার সাথে দীর্ঘ সময় খেলা আমার সৌভাগ্য ছিল। আমি তোমার ব্যাটিং উপভোগ করেছি এবং অনেক কিছু শিখেছি। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা।”

এবাদত হোসেন একটি ছবি পোস্ট করে লিখেছেন, “এই ছবিটি আমাদের অনুশীলনের শেষ দিনের। আপনি আমাদের সাথে হাসছেন। আজ আপনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। এটা মেনে নেওয়া আমার জন্য কঠিন। আপনি এতো ভালো মানুষ, আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক ভাই। বাংলাদেশের জন্য আপনার অবদান মহান। অনেক ধন্যবাদ। আমরা আপনাকে মিস করব।”

গত ১৬ বছরে তামিম বাংলাদেশের পক্ষে ৩৮৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। করেছেন ১৫ হাজার ২০৫ রান। শতক হাঁকিয়েছিলেন ২৫টি, যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক তামিম। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ও টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তিনি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment