নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক: ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। নিহতের স্ত্রীর হাতে অনুদান তুলে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ বুধবার (৫ জুলাই) সকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে ডিএমপি সদর দফতরে দেখা করেন নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামানের স্ত্রী। এসময় তার সঙ্গে ছিলো দুই সন্তান।

এসময় মনিরুজ্জামানের অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। তিনি নিহত মনিরুজ্জামানের পরিবারকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার) সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মনিরুজ্জামান গত ১ জুলাই ভোর রাতে ফার্মগেটের আল রাজি হাসপাতালের সামনে ছিনতাইকারীর ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment