দৈনিক পূর্বাচলরিপোর্ট : জামালপুর দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ নৌ টার্মিনাল এলাকায় যমুনা নদীতে ডুবে এক কিশোর নিখোঁজ হয়েছে।
২৪ জুন বিকেলে এ ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ কিশোর তাওহীদ আদনান আপন (১৬) দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানী এলাকার মহিউদ্দীন হিরুর পুত্র। জামালপুর জিলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে আপন।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, শনিবার দুপুরে আপন দেওয়ানগঞ্জে দাদার বাড়িতে বেড়াতে আসে। বিকালে তিন বন্ধু মিলে বাহাদুরাবাদ নৌ টার্মিনাল এলাকার যমুনা নদীতে বেড়াতে যায়। মোবাইল ফোনে ছবি তুলতে গিয়ে তিন বন্ধুই নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে পারলেও আপনের খোঁজ পায়নি স্থানীয়রা।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া সৌরভ আলিফ নামের এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া অপর কিশোর সুস্থ আছেন বলে জানা গেছে। খবর পেয়ে বিকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ডুবুরী দলের টিম লিডার ষ্টেশন অফিসার খাইরুল আলম জানান, নিখোঁজ আপনের সন্ধানে বিকাল পাঁচটা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। অন্ধকারের জন্য রাত আটটায় অভিযান স্থগিত রাখা হয়েছে। রোববার সকাল থেকে আবারও অভিযান শুরু হবে।
নদীতে কিশোর নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা ও দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী। ২৫ জুন ২০২৩.