তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন। রোববারের নির্বাচনে আরেক মেয়াদে নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতাদের পাশাপাশি তাকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া।
হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট এরদোগানকে অভিনন্দন জানাতে টেলিফোন করেছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। দুই নেতা কথা বলার সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।
ফোনালাপকালে হানিয়া বলেন, আমি নিশ্চিত যে, ফিলিস্তিনি জাতির প্রতি এবং তাদের বৈধ অধিকারের প্রতি তুরস্কের প্রেসিডেন্টের দৃঢ় অবস্থান আগের মতোই অব্যাহত থাকবে।
এ সময় এরদোগানও তাকে অভিনন্দন জানানোয় ইসমাইল হানিয়াকে ধন্যবাদ জানান।
তুর্কি নেতা বলেন, ফিলিস্তিনি ভাইদের প্রতি এবং তাদের অধিকারের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ রাউন্ড গত রোববার অনুষ্ঠিত হয়। এতে এরদোগান ছয় দলীয় জোটের প্রার্থী কামাল কিলিকদারোগ্লু বিরুদ্ধে জয়লাভ করেন। এর মাধ্যমে তিনি টানা তৃতীয় দশকের ক্ষমতায় পা রাখছেন।