জাপানকে পর্যবেক্ষক পাঠাতে সিইসির অনুরোধ

Written by softproit

জাপানকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে অনুরোধ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। এ সময় সিইসি তাঁকে এ অনুরোধ করেন।

সাক্ষাৎ শেষে ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাক্ষাতের সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে। পর্যবেক্ষক দল আসতে রাজি হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে জাপানকে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে অনুরোধ করা হয়েছে।

সাক্ষাতের সময় জাপানের রাষ্ট্রদূত নির্বাচনের পদ্ধতি, নির্বাচনের রোডম্যাপ, সীমানা নির্ধারণ, নির্বাচনের দিন কীভাবে নির্বাচনব্যবস্থা পরিচালনা করা হয়, নির্বাচনের সঙ্গে যুক্ত কারা এবং তারা কীভাবে কাজ করে—এসব বিষয়ে সিইসির কাছে জানতে চান।

জবাবে সিইসি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে রোডম্যাপ তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি ধাপ নির্ধারিত তারিখ অনুযায়ী এগোচ্ছে। সীমানা নির্ধারণ বিষয়ে অল্প কিছু এলাকায় পরিবর্তন করতে হবে। সে পরিবর্তনের কাজও শেষ পর্যায়ে। আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা দেওয়া হবে।

নির্বাচনপদ্ধতি সম্পর্কেও প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রদূতকে অবহিত করেন। ভোটের দিন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, নির্বাচনসংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে কার্যক্রম পরিচালনা করে, তার বিস্তারিত তুলে ধরেন সিইসি।

বৈঠকে সিইসি বলেন, ‘কিছুদিন আগে আমরা গাজীপুরে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছি। কোনো সমস্যা হয়নি, আগামী জাতীয় নির্বাচনও আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পারব বলে আশা করি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’

About the author

softproit

Leave a Comment